সম্পাদক মন্ডলীর সভাপতরি বাণী
আই.এইচ.টি, ম্যাটস ও নার্সিং ভর্তির ঐতিহ্যবাহী ও অপ্রতিদ্বন্দী “কর্ণিয়া প্রকাশনা” এর নতুন ২০২০ সংস্করন সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে জেনে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাচ্ছি তাদের, যাদের আন্তরিক প্রচেষ্টায় মেধা ও অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ হয়ে কালের প্রবাহে “কর্ণিয়া প্রকাশনা” একটি স্বতন্ত্র স্থান নিয়েছে এবং আই.এইচ.টি, ম্যাটস ও নার্সিং এ ভর্তিচ্ছু ছাত্র- ছাত্রীদের যাদের আগ্রহ ও উদ্দীপনা সাহস যুগিয়েছে এ কর্ণিয়া প্রকাশনাকে নতুনভাবে ঢেলে সাজাতে।
প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ
ইতোমধ্যে তোমরা শিক্ষা জীবনের প্রাথমিক স্তর পাড়ি দিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছো। স্বপ্ন বিভোর নাবিকের মত সমুদ্র পাড়ি দিয়ে মেডিকেল টেকনোলজিষ্ট হওয়ার তীব্র আকাঙ্খা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের জানাই ফুলেল শুভেচ্ছা। মেডিকেল টেকনোলজিষ্ট হওয়ার জন্য যেমন প্রয়োজন মেধা ও শ্রমের তার চেয়ে বেশী প্রয়োজন একটি সঠিক দিক নির্দেশনা। সঠিক দিক নির্দেশনায় পাড়ে জীবনের গতি পরিবর্তন করতে। এজন্য “ কর্ণিয়া প্রকাশনা ” সম্পাদনা পরিষদ তোমাদেরকে দিচ্ছে সঠিক দিক নির্দেশনা। যা তোমাদের স্বর্নোজ্জল ক্যারিয়ার গঠনে পাথেয় হয়ে থাকবে।
আলোর দিশারীরা
যেখানে তোমাদের আগমন ঘটেছে এমন এক ক্লান্তি লগ্নে যখন গোটা সমাজ জুড়ে চলছে নৈতিক অবক্ষয়। দুর্নীতির ছত্রছায়ায় আজ সমাজ ব্যবস্থা ভুলুণ্ঠিত, মানবতা নিষ্পেষিত, শিক্ষার পরিবেশ বিপন্ন। ছাত্র সমাজকে হীন রাজনৈতিক চরিতার্থে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ না থাকায় ছাত্র সমাজ প্রকৃত জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে, যা সমাজ ও জাতীয় জীবনকে করছে অভিশপ্ত।
সুপ্রিয় ভাই-বোনেরা
শৃংখলিত জীবনের পরমপরায় যারা গড়েছেন সোনালি ইতিহাস তাদের দলে শামিল হতে চাই তারুণ্য, উদ্যম, আর অধ্যবসায়। এই প্রতিক্ষায় আছি তোমাদের, যারা আলোকিত করবে আপন ভুবনকে এবং আলোকিত করবে বিশ্বটাকে।
কর্ণিয়া প্রকাশনার নতুন সংষ্করণ তোমাদের পৌঁছিয়ে দিবে বহুল প্রতিষ্ঠিত স্বপ্নীল সাফল্যের সেই দারপ্রান্তে এই প্রত্যাশায়.
আল আমিন ইসলাম
সম্পাদক মন্ডলির সভাপতি
কর্ণিয়া গাইড সম্পাদনা পরিষদ
Our Publications

কর্ণিয়া গাইড

IHT & MATS Admission Guide
Price = 330/-

Diploma in Nursing Admission Guide
Price = 280/-

BSc in Nursing Admission Guide
Price = 300/-
কর্ণিয়া বুস্টার – ২০২০

Bangla
Not for Sell

General Science
Not for Sell

Botany
Not for Sell

Mathematics
Not for Sell

Chemistry
Not for Sell

Physics
Not for Sell

English
Not for Sell

Zoology
Not for Sell

Cornea Digest General Knowledge
Not for Sell

Lecture Sheet
Not for Sell
আমাদের কথা
আই.এইচ.টি, ম্যাটস ও নার্সিং ভর্তি পরীক্ষার বিশ্বস্ত বন্ধু, সাফল্য ও ঐতিহ্যের ভর্তি সহায়িকা কর্ণিয়া প্রকাশনা নতুন সংস্করণ ২০২০ প্রকাশ করতে পেরেছি এজন্য মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ভর্তিচ্ছু বন্ধুদের প্রবল আগ্রহ ও সুধী মন্ডলীর অকৃত্রিম আন্তরিকতা কর্ণিয়া প্রকাশনা প্রকাশে আমাদের প্রেরণা যুগিয়েছে। ছাত্র- ছাত্রীদের আই. এইচ.টি’তে ভর্তির দুর্নিবার প্রত্যাশা পূরণে কর্ণিয়া প্রকাশনা হবে প্রবেশদ্বার, ইনশাআল্লাহ।
সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হচ্ছে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে অতীতের চেয়ে আরও একধাপ বেশী। সঠিক পথ নির্দেশনা সাফল্যের পূর্বশর্ত। বর্তমান প্রতিযোগিতার যুগে আমরা অভিজ্ঞতাপুষ্ট দৃষ্টিতে লক্ষ্য করেছি, অনেক মেধাবী ছাত্র- ছাত্রী শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে প্রতিযোগিতার লড়াইয়ের যেমন পিছিয়ে পড়েছে তেমনি অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্র-ছাত্রী সঠিক দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে অনুশীলনের মাধ্যমে প্রতিযোগিতায় সফলতা লাভ করেছে। ছাত্র-ছাত্রীদের এ প্রয়োজন পূরণে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শবাদী ছাত্রদের দ্বারা পরিচালিত, অপ্রতিদ্বন্দী কর্ণিয়া প্রকাশনা সম্পাদনা পরিষদ প্রণয়ন করছে কর্ণিয়া প্রকাশনা। কর্ণিয়া প্রকাশনার মাধ্যমে মেডিকেল টেকনোলজি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান আই.এইচ.টি, ম্যাটস ও নার্সিং এ তুমি হবে সফল এই আমাদের প্রত্যাশা।
সাথে সাথে যাদের প্রচেষ্টায় কর্ণিয়া গাইড আজ ভর্তিচ্ছুদের মাঝে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে আমরা তাদের কাছে চিরঋণী। To ear is human being- মানুষ ভুল ত্রুটির উর্ধ্বে নয়। আমাদের এই মানবীয় প্রচেষ্টার মাঝেও ত্রুটির বিচ্যুতি, ছাপায় বিভ্রাট থাকা অসম্ভব নয়, এ ব্যাপারে সকলের পরামর্শ ও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।
মানুষের মৌলিক অধিকার চিকিৎসাকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ কাজ । আর এ কাজটি আই.এইচ.টি, ম্যাটস ও নার্সিং এ শিক্ষালাভের মাধ্যমে তোমরা তোমাদের মেধা, সততা ও দক্ষতার সাথে পালন করবে- এটিই একান্ত কামনা।
গন্তব্যে পৌঁছার জন্য আমরা বজ্রকঠিন। আপোষহীন এই দীর্ঘ পথ পরিক্রমায় “কর্ণিয়া প্রকাশনা” তোমাদের জীবনের একটি মাইলস্টোন হয়ে থাকুক। এই কামনায়…
কর্ণিয়া প্রকাশনা সম্পাদনা পরিষদ
রাজশাহী শাখা