IHT & MATS Admission Program
Course Fee: 6,000/-
কোচিং পরিক্রমা
প্রথম পর্যায়ঃ লেকচার
বিষয় | ক্লাসের সংখ্যা | ক্লাস টেস্ট |
---|---|---|
বাংলা | 6 | 6 |
ইংরেজী | 6 | 6 |
গণিত | 4 | 4 |
জীব বিজ্ঞান | 8 | 8 |
রসায়ন | 8 | 8 |
পদার্থ বিজ্ঞান | 7 | 7 |
সাধারণ জ্ঞান | 4 | 4 |
সর্বমোট | 43 | 43 |
প্রতিটি ক্লাসের লেকচারের সময় ০১:৩০ মিনিট। লেকচার শেষে রিভিউ লেকচারের ব্যবস্থা রয়েছে।
দ্বিতীয় পর্যায়ঃ সাবজেক্ট ফাইনাল
এ পর্যায়ে বাংলা, ইংরেজী, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের উপ ১০০ নম্বরের মোট ৭টি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নেয়া হবে।
তৃতীয় পর্যায়ঃ মডেল টেস্ট
সর্বশেষে ভর্তি পরীক্ষার ধাঁচে অভিজ্ঞতালব্ধ প্রশ্নপত্র দিয়ে ১০টি চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে।
কর্ণিয়াতে ভর্তির নিয়মাবলী
- অফিস হতে ফরম সংগ্রহ করতে হবে অথবা অনলাইন ফরম পুরণ করতে হবে।
- ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
- SSC পরীক্ষার মার্কসিটের ১টি ফটোকপি।
- IHT ও MATS এর কোর্স ফি = ৬,০০০/-
- ভর্তি হবার পর কোন অবস্থাতেই ভর্তি বাতিল বা ব্যাচ পরিবর্তন করা যাবে না।
প্রার্থীর যোগ্যতা
- ভর্তিচ্ছু প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড হতে SSC (Science) অথবা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সহ GPA ন্যূতম ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- যে সব প্রার্থী ২০১৮ ইং সালের পূর্বে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করার যোগ্য নয়।
Ready to get started?
Apply for Admission, or Get in touch